September 23, 2021

অক্ষয় কুমারের নূতন ছবি লক্ষী বম্ব মুক্তির পথে

নিজস্ব প্রতিনিধি –

সারা বিশ্ব আজ কার্যত থমকে গিয়েছে করোনার জেরে। করোনা ভাইরাসের দাপটে ঘর বন্দি সকলেই। সিনেমা, থিয়েটার সমস্ত বিনোদনের পথেই বাধা হয়ে দাঁড়িয়ে কোভিড ১৯। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ও একই অবস্থা তার ফলে একের পর এক ছবির মুক্তি স্থগিত। স্বাভাবিক ভাবে তৈরি হচ্ছে না কোনো নুতন কোনো ছবি। কারণ সিনেমা হল প্রায়ই বন্ধের মুখে।
এদিকে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণীর ছবি লক্ষী বম্ব ও মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের মধ্যেই তবে এখনো কিছুটা পোস্ট প্রোডাকশন এর কাজ বাকি, শুটিং ও শেষ, রাফ এডিও হয়ে গেছে, ডাবিং,আবহ, ডি এফ এক্সের কিছু কাজ বাকি রয়েছে। শোনা যাচ্ছে এই ছবিটি থিয়েটারে মুক্তি পাবেনা। ডিজিটাল এ রিলিজ হতে পারে। এ ছাড়াও অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবিটি লক্ষী বম্ব কিছু দিনের মধ্যে ও টিটি প্লাট ফর্ম থেকে রিলিজ হওয়ার কথা ছিল। সেই জন্যই ডিজিটাল প্লাটফর্ম পুরোপুরি প্রস্তুত ছিলো রিলিজ হওয়ার জন্য। এরই ফলে অক্ষয় কুমারের এই ছবিটি সব থেকে দামি হয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ছবির থেকে ডিজিটাল প্রিমিয়ারের তালিকায়। ইতিমধ্যে ই ছবিটি র মূল্য ১২৫ কোটি টাকায় সব থেকে বেশি দামে ডিজিটাল রাইটস এ বিক্রি হলো। আমাদের দেশে করোনা সক্রমন ও লক ডাউন যদি না থাকতো তাহলে ছবিটি ৫ কোটি টাকায় বিক্রি হত ধারণা প্রযোজ্কের। এই সর্বোচ্চ এর রেকর্ড টা ইতিমধ্যে ই সেট হয়ে গিয়েছে।

Total Page Visits: 153 - Today Page Visits: 1