অনলাইনের মাধ্যমে নৃত্যের ক্লাস করাচ্ছেন “নৃত্যান্ঞ্জলী ব্যালে ট্রুপ”

নিজস্ব প্রতিনিধি –
দেশজুড়ে যখন চলছে লকডাউন এবং বাচ্চা , বড় নির্বিশেষে সবাই এক অদৃশ্য ভাইরাসের কারণে ভীত, সন্ত্রস্ত তখনও নেট এবং অনলাইনে বিভিন্ন ভাবে কর্ম সংস্কৃতি ও শিক্ষা সংস্কৃতিকে বজায় রাখার জন্য চেষ্টা করে চলেছে বেশ কিছু মানুষ। তাদের মধ্যে অগ্রনী ভূমিকা গ্রহণ করেছেন শিল্পী এবং নৃত্য প্রশিক্ষক শ্রী রঞ্জন কুমার দাস মহাশয়। দেশের প্রায় সব সরকারি -বেসরকারী স্কুল গুলোতে যেমন অনলাইন এ লেখা পড়া চলছে তেমন রঞ্জন বাবু ও ভাবেন তবে নাচ টাই বা বন্ধ থাকবে কেন? তাই গত ২২ শে মার্চ দেশ জুড়ে যখন জনতা কার্ফুর আহ্বান এসেছিল তখন থেকেই শুরু হয়ে যায় তার অনলাইনে নৃত্য প্রশিক্ষণ।

ফেসবুক লাইভ এবং বিভিন্ন অ্যাপ্ এর মাধ্যমে তিনি তার অনলাইন নৃত্য প্রশিক্ষণ চালিয়ে গৃহবন্দী শিশু মনগুলিকে সতেজ রাখবার চেষ্টা করছেন। তার সংস্থার নাম নৃত্যান্ঞ্জলী ব্যালে ট্রুপ নিমতা এবং এই ক্লাস গুলি পরিচালনায় তাকে সহায়তা করেন সংস্থার সম্পাদিকা শ্রীমতী সায়নী দাস যিনি একাধারে আইনজীবী অন্য দিকে বাচিক ও নৃত্য শিল্পী। তার কথায় আমাদের নৃত্যান্ঞ্জলী ছাত্রীরা যাতে লকডাউন এর সময় পড়াশুনার পাশাপাশি নৃত্যের দিকেও নজর রাখা তার জন্যই এই প্রয়াস। আমাদের সকলের প্রতি অনুরোধ যে দয়া করে লকডাউন মেনে চলুন।