September 23, 2021

অনুষ্ঠিত হল নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৩ তম বাৎসরিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

দেশবরেণ্য নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজাদনগরে নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী ১৩ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দুইদিন

ব্যাপী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় খেলা ছিল ‘যেমন খুশি তেমন সাজো’। এই অনুঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভম দাস, শিউলি রামানি গোমস , রনি রায়, অভিনেতা গুড্ডু, চয়ন মুখার্জী, চিত্রসাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, ফুটবলার বিক্রমজিৎ সিং, এছাড়া উপস্থিত ছিলেন নিউ আজাদ স্পোর্টিং

ক্লাবের সম্পাদক শেখ নিজাম আলি, সভাপতি জাহির আব্দুল, ক্রীড়া সম্পাদক আব্দুল হাসান। এদের সবার নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালিত হয়। প্রায় ৫০০ জন প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায়

অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান উৎসবে ৬০ জন মহিলা ও ৪০ জন পুরুষ রক্তদান করেন। এলাকার সাধারণ মানুষের অংশগ্রহন ও উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে ।

Total Page Visits: 268 - Today Page Visits: 1