October 27, 2021

“অপুর পাঁচালী” প্রকাশ পেল ক্যালেন্ডারের মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

সম্প্রতি কলকাতার আই.সি.সি.আর এ সুরজিৎ কালা, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ও সুদীপ্ত চন্দ এর যৌথ উদ্যোগে দেবাশিস মুখোপাধ্যায় এর বিশেষ সহযোগিতায় প্রকাশিত হল “অপুর পাঁচালী” শীর্ষক একটি দেওয়াল ক্যালেন্ডার। ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর পুত্র সৌগত চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, রূপক সাহা, সুরজিৎ কালা, দেবজিত বন্দোপাধ্যায়, ঋদ্ধি বন্দোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায়, গৌতম দে সহ বিশিষ্টজন। এই ক্যালেন্ডার এ রয়েছে সৌমিত্র

চট্টোপাধ্যায়ের সিনেমার পোস্টার,বুকলেট এর ছবি।সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজের চাপ পাওয়া যাবে এই ক্যালেন্ডারে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, অসিত সেন দের হাত ধরে পরবর্তী প্রজন্মের সন্দীপ রায়, অতনু ঘোষ, অনীক দত্ত, শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে কাজ, আর সব কাজেই নতুন ভাবে মুগ্ধ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।ক্যালেন্ডারের একটা পাতা জুড়ে থাকছে তাঁর আঁকা থেকে শুরু করে নানা রকমের ছবি। সব মিলিয়ে এ ক্যালেন্ডার নানা ধারায় সৌমিত্রকে তুলে ধরেছে। তাই সংগ্রহে রাখার মতোই এই ক্যালেন্ডার।

Total Page Visits: 167 - Today Page Visits: 2