অভিনেত্রীর সঙ্গে বাগদানে আবদ্ধ হলেন হার্দিক

নিজস্ব প্রতিনিধিঃ
বর্ষবরণের দিনেই নিজের বাগদানের কথা প্রকাশ করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। সোশাল মিডিয়ায় হার্দিক নিজের বাগদানের কথা জানান। ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে হার্দিক লেখেন, ‘‘মে তেরা, তু মেরি, জানে সারা দুনিয়া। বাগদানের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা৷ তাঁর জাতীয় দলের টিমমেটদের মধ্যে কুলদীপ যাদব প্রথমে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর বিরাট কোহলি, ঈশান কিষান , কে এল রাহুলরা শুভেচ্ছা জানান তাঁকে।
ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজ়েও দলে না থাকলেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।
Total Page Visits: 316 - Today Page Visits: 1