অল ইন্ডিয়া মিল্লি উলামা বোর্ডের সম্প্রীতির নবী দিবস পালন

রাজকুমার দাস:- শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এক মিলন সভার আয়োজনে সেজে উঠেছিল খিদিরপুর মোড়।বিশ্ব নবীদিবসে খিদিরপুর মোড়ে অল ইন্ডিয়া মিল্লি উলামা বোর্ডের আয়োজনে ও সংস্থার জাতীয় সভাপতি মোঃ ফতেহ আলম সাহেবের উদ্যোগে সাধারণ মানুষদের ফল বিতরণ সহ এক সম্প্রীতি মেলবন্ধনের আয়োজন করা হয় সকল ধর্মের

মানুষদের নিয়ে।মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ বাকারী আজিজুর রহমান সহ সংস্থার সাধারণ সম্পাদক কারী কামার আলম সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুরেশ আগারওয়াল,বাচন

সিং,বলজিৎ সিং,অনীল জয়েস ওয়াল, নিলুফার ইনশা প্রমুখ। সকলেই ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতির মেলবন্ধনের কথা বলেন। এদিন এক ধার্মিক পুস্তকেরও আবরণ উন্মোচন করা হয় মঞ্চ থেকে।সাধারণ মানুষের যোগদান ছিল উক্ত উৎসবে চোখে পড়ার মতো।