আগামীর সুন্দরীদের মেলে ধরার প্রয়াস “গোলাপ পরী”

সপ্তর্ষি ও সোমনাথঃ
সেলফী অর্থাৎ ‘নিজস্বী’এর মাধ্যমে শহরের সুন্দরীদের মধ্যে তিন জন আগামীর সুন্দরীকে জনসমক্ষে তুলে ধরল ‘ডাবর’। দৈনন্দিন দ্রব্য প্রস্তুতকারক সংস্হা ডাবর ইন্ডিয়ার পক্ষ থেকে দূর্গাপুজোয় শহরের বিভিন্ন মন্ডপে সেলফি প্রতিযোগিতা আয়োজিত হয়। “কে

তুমি ডাবর গোলাপ পরী” শীর্ষক এই প্রতিযোগীতা থেকে তিন জন সুন্দরী প্রতিযোগীকে বেছে নেওয়া হল। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারায় সংস্হার পক্ষ থেকে বিজয়ীদের নাম ঘোষনা করা হল। আগামী দিনের সুন্দরী তিন কন্যার মধ্যে বিজয়ী হয়েছেন প্রান্তিকা এবং প্রথম রার্নার আপ অ্যাডোলিনা ও দ্বিতীয় রার্নার আপ দ্বীপশিখা। এদিন তিন কন্যার হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী অলিভিয়া সরকার।
ছবি – রাজেন বিশ্বাস ।
Total Page Visits: 255 - Today Page Visits: 1