October 17, 2021

আনন্দনগরীতে সূচনা হল ‘চেয়ার পোয়েট্রি ইভনিংস’ উৎসবের

সপ্তর্ষি সিংহঃ

বাস্তবে এক চেয়ারের সন্ধান পেয়েছিলেন কবি সনেট মণ্ডল আর কবি তুষার ধওয়ল সিং। কবির শহর আর কবিতার শহর কলকাতায় এক আন্তর্জাতিক কবিতা উৎসবের স্বপ্ন। জন্ম হল ‘চেয়ার পোয়েট্রি ইভনিংস’-এর। ২০১৮-র নভেম্বরে সাতটি দেশের কবিরা অংশগ্রহণ করেন এই উৎসবে। উৎসবের অধিকর্তা সনেট মণ্ডল বলেন, ‘আমাদের এই ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে ছিল কবির চেয়ার। উৎসবে মেটাফোর হয়ে। উৎসবের নামটাও বাছা হয়েছিল কবি-জীবনের এই ছবিটাকে ভাবার পরিসর জোগাতেই। বিদেশের মতোই উদযাপনটাকে আমরা ছড়িয়ে দিতে চেয়েছি সারা শহর জুড়ে। যাতে উৎসবের কটা দিন গোটা কলকাতা কবিতায় বাঁচে, কবিদেরও স্বাদ বদল হয়। সে জন্যই অনুষ্ঠানসূচি বিভিন্ন জায়গায় রাখার ভাবনা।’ 
তিন দিনের এই উৎসবে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কবি ব্রায়ান টার্নার, পর্তগালের সারা এফ কোস্তা, চিলের জেসাস সেপালভেডা, নেদারল্যান্ডসের,  এলমারকুইপার, হাঙ্গেরির বালাজসজোলেসি, স্লোভাকিয়ার হানজালসিলা ন্যাগি। ভারতের প্রতিনিধিত্ব করছেন, অরুন্ধতী সুব্রহ্মণ্যম, দেবীপ্রসাদ মিশ্র, আশুতোষ দুবে, হেমন্ত দিভেট, যশোধরা রায়চৌধুরী, অংশুমান কর, কাত্যায়নী, বীনা সরকার এলিয়াস, প্রবোধ পারিখ, কৌশিকী দাশগুপ্ত  এবং অভিমন্যু মাহতো। উৎসবের সূচনা করেন ওড়িয়া ভাষার প্রখ্যাত কবি, জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত, পদ্মশ্রী প্রতিভা রায়। এই উৎসবে উপস্থিত থাকবেন কবি সুবোধ সরকার-সহ দেশ বিদেশের কবিরা।কবিতার সূক্ষ্মতম অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখবে কলকাতা। কবিতা তো আসলে জীবনের গতিপথে এক অন্যতম সঙ্গী। সব সময়েই, জানান তুষার ধওয়ল সিং।

Total Page Visits: 203 - Today Page Visits: 1