আন্তরাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন এর স্টেট ইনচার্জ শ্রী অরূপ মুখার্জি ও বাঙ্গুর এভিনিউর শ্রী বিশ্বরঞ্জন চৌধুরীর সহায়তায় দিন আনা দিন খাওয়া দুঃস্থ মানুষ গুলির মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়

দীপক ঘোষ – কলকাতা
আমাদের রাজ্যে দাবানলের মতো ছড়াচ্ছে কোভিড ১৯ একদিকে করোনার আবহ অন্যদিকে আম ফানের তাণ্ডবে ত্রস্ত তিলোত্তমা শহর কলকাতা সহ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ। এদিকে করোনায় আক্রান্তে মৃত্যু ও হচ্ছে এতে কিছু মানুষ সুস্থ ও হচ্ছে, কিন্তু সময় যত এগোচ্ছে ততোই বাড়ছে

করোনা সংক্রমণ। এদিকে তিন মাস এর বেশি লকডাউন এর ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের রুটি রোজগার প্রায়ই বন্ধের মুখে। তাই বাদুর বামুন মোরা অঞ্চলের দিন আনা দিন খাওয়া মানুষদেরএকটু অন্নের জন্য তারা আজ অনাহারে দিন কাটাচ্ছেন। তাই তাদের অন্নের সমস্যা দূর করার জন্য এগিয়ে এলেন

আন্তরাষ্ট্রীয় হিউম্যান রাইটসের স্টেট ইনচার্জ অরূপ মুখার্জি ও বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরী সহ তার দলের সদস্যরা। এই বিপদের দিনে গত ২৭শে জুন বাদুড় বামন মোরা অঞ্চলের নবদার বাগানবাড়িতে ওই এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিন ১০০জন দুস্থ ও অসহায় মানুষদের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সেদিনের শুকনো খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু পিয়াজ ডাল দুধের প্যাকেট বিস্কুটের প্যাকেট পানীয় জল মশার ধূপ মুড়ির প্যাকেট ও মেয়েদের সেনিটারি ন্যাপকিন এর প্যাকেট ইত্যাদি। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার স্টেট ইনচার্জ শ্রী অরূপ মুখার্জি, টালিগঞ্জ বৌদ্ধ

আশ্রমের দায়িত্বপ্রাপ্ত প্রধান ড: অরুণ জ্যোতি ভিক্ষু, সংস্থার পক্ষ থেকে শ্রীমতি তাপসী, বর্ণালী, আত্রেয়ী, নুপুর মুখার্জি ও সুস্মিতা চক্রবর্তী এবং বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরী, শ্রী প্রবীরবোস ও তাদের টিম এর সদস্যরা। মানব অধিকার কমিশনএর স্টেট ইনচার্জ অরূপ মুখার্জি জানালেন ভবিষ্যতে তারা আরো এরকম মানবিক কর্মসূচি ও সমাজসেবামূলক

কাজে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। এমনকি তিনি দূর্বার মহিলা সমন্বয় কমিটি থেকে শুরু করে ট্রানন্জেন্ডারদের পাশে থেকে লকডাউন এর মধ্যেও তাদের সাহায্য করে চলেছেন। অন্যদিকে বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরীও

সুন্দরবন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ এর মত ১১ টি জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য করে চলেছেন। তাদের এই সামাজিক কর্মসূচি বাদুড় বামন মোরা অঞ্চলের দুস্থ অসহায় মানুষদের মধ্যে সাহায্য করার জন্য এই অঞ্চলে যথেষ্ট সাড়া ফেলে দেয়।