আমি সেই নারীর মন্ডপে সেজে উঠবে ইছাপুর মিতালি

নিজস্ব প্রতিনিধি –
আগামী ১ অক্টোবর ২০১৯ বাংলার ১৩ আশ্বিন ১৪২৬-এ উদ্বোধন হতে চলেছে ইছাপুর মিতালি সংঘের মন্ডব।সম্প্রতি খুঁটি পূজোও সেরে ফেললন তারা মিতালি সংঘের এবছরের আকর্ষণীয় থিম হল “আমি সেই নারী – আজও বলছে আজও সে জ্বলছে”…..
পরিকল্পনায় কৌশিক মন্ডল। আমরা এখন আগের থেকে অনেক বেশি উন্নত। প্রযুক্তি যত এগিয়েছে মানুষ তত বেশী উন্নত হয়েছে। কিন্তু কোথাও না কোথাও এখনও কারুর মা, কারুর বোন এমনকি কোনো শিশু পাশবিকতার শিকার হচ্ছে প্রতি মুহূর্তে। অনাদিকালের সেই হাহাকার থামাতে এবারের মন্ডপ সজ্জিত হয়েছে “আমি সেই নারী – আজও বলছে আজও সে জ্বলছে” র থিম নিয়ে। গত বছর মিতালি সংঘের পুরস্কার প্রাপ্তি আনন্দবাজার-সেরা মন্ডপ, হাওড়া প্রেস ক্লাব-সেরার সেরা, হাওড়া রোটারি ক্লাব সেরা থিম।
শুধু তাই নয় সারা বছর তারা বিভিন্ন সামাজিক কার্যাবলী যেমন বিভিন্ন রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপন, বন্যাত্রান সামগ্রী প্রদান ইত্যাদি করে থাকেন।