আম ফানের দাপটে কলকাতার বিস্তীর্ন এলাকা জল শূন্য, নেই বিদ্যুৎ , বেহাল অবস্থা মানুষের

দীপক ঘোষ – কলকাতা
আম ফানের তান্ডবে কলকাতা সহ দুই ২৪পরগনায় জেলা এবং হাওড়া ও হুগলি জেলায় চূড়ান্ত ভাবে বিপর্যস্ত জল, বিদ্যুৎ, ও মোবাইল ইন্টারনেট, ফোন পরিষেবা। এই পাঁচ জেলায় বিদ্যুৎ পরিষেবা যে কার্যত ভেঙে পড়েছে। এদিকে আম ফানের তান্ডবের পর ৭২ঘন্টা কেটে গিয়েছে। তারপরেও কার্যত অন্ধকারে ডুবে কলকাতার বিস্তীর্ন এলাকা। বহু এলাকায় এখন ও বিদ্যুৎ আসেনি ফলে অমিল পানীয় জল ও।

দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতার কসবা, রাজডাঙ্গা, গড়িফা, যাদব পুরের একাংশ গড়িয়া, বেহালা, খিদিরপুর সহ একাধিক।
এদিকে সুপার সাইক্লোনের তান্ডবে ছারখার দুই ২৪

পরগনা, ও হাওড়া হুগলির একাংশ। বিপুল ক্ষয় ক্ষতির মুখে পড়েছে রাজ্য। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার। বিদ্যুৎ নেই কলকাতার বিস্তীর্ন এলাকায় রাস্তায় বেরিয়ে তীব্র বিক্ষোভ দেখান সেই সমস্ত এলাকার বাসিন্দারা। সি ই এস সি র অভিযোগ

কলকাতার বহু এলাকায় গাছ পড়ে রয়েছে ইলেকট্রিক পোস্ট এর উপর। এগুলো কে না সরানো পর্যন্ত বিদ্যুৎ দেওয়া একটু অসম্ভব গাছ সরিয়ে সেই জন্যই আমরা খুব চেষ্টা করছি যতো দ্রুত সম্ভব বিদুৎ দেওয়া যায়।