আরডি বর্মনের স্মরণে ফিরে এসো অনুরাধা

সপ্তর্ষি সিংহঃ
আশির দশকে তাঁর গানের ছন্দ সঙ্গীত জগতে নতুন সুরের মেলবন্ধন সৃষ্টি করেছিল। তাঁর গানেই শ্রোতারা সুরের মূর্ছনায় ভেসে যায়। তিনি বিশিষ্ট সুরকার,সঙ্গীত শিল্পী শচীনদেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মন। আর কিছুদিন আগেই ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে ফিরে এসো অনুরাধা শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। সোমবার দক্ষিণ কলকাতার ত্রিগুনা সেন প্রেক্ষাগৃহে “আমরা গানের ফেরিওয়ালা” নামক সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বর্ষে এই অনুষ্ঠান আয়োজিত হল। এদিন উদ্যোক্তা শুভলক্ষী দে বলেন, মূলত নবীন প্রজন্মের শিল্পীরা তাঁর গান পরিবেশন এর উদ্দ্যেশে এই প্ল্যাটফর্ম। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রায় ১৫ জন নবীন শিল্প সঙ্গীত পরিবেশন করবে। তবে পরের বছর পরিকল্পনা রয়েছে নবীন শিল্পীদের পাশাপাশি প্রবীন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবে।