আসছে “অন্তরালে”

সাধনা মিস্ত্রী, কলকাতা
সম্প্রতি শহরের এক নাম করা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন পরিচালক আশিস মিত্র তার নতুন ছবি নিয়ে “অন্তরালে”। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, সাগর দত্ত সহ অন্যান্য কলাকুশলী। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন

নানান টানাপোড়েনে চলে আসে তখন তার কতটা প্রভাব তার বাচ্চার মধ্যে পড়ে সেই নিয়েই আশিস মিত্র আগামী ছবি “অন্তরালে”। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী দিলীপ। কণ্ঠ দিয়েছেন শান , সোনু কক্কর, সায়নী, সৃজিত ও ঐশ্বয্য। ছবির গল্প দর্শকের মনে প্রভাব ফেলবে বলে জানান পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা।
Total Page Visits: 486 - Today Page Visits: 1