আসছে অর্ঘ্যদীপ ভাদুড়ি পরিচালিত ছবি ‘আরশি কথা’

নিজস্ব প্রতিনিধি –
করোনা পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছিল লকডাউন কিন্তু এখন বেশ কয়েক মাস অতিক্রান্ত হবার পর এখন শুরু হয়েছে আনলক প্রক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার আর তার মধ্যে রয়েছে বিনোদন ও। প্রেক্ষাগৃহ গুলি কয়েক মাস ধরে বন্ধ থাকার দরুন। করোনা আবহে মুক্তি পায়নি বহু ছবি, মার্চ মাস থেকে জে সব শুটিং শুরু হয়েছিল সেগুলি ও করোনার জন্য বন্ধের ঘোষণা করে সরকার। কিন্তু কিছু খেত্রে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয় কিছু ছবি। কিন্তু লকডাউন মধ্যেই শুরু হয় ছবির কাজ অর্ঘ্যদীপ ভাদুড়ি পরিচালিত ছবি ‘আরশি কথা’। আছে রহস্য , আছে রােমাঞ্চ , গা ছমছমে করা ছবি , আরশি – কথার কাব্যখানি , সত্যি কি ভূতের গল্প ? ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব ভার সামলে ছেন সুশোভন চক্রবর্তী,পরিচালনা, সংলাপ এবং চিত্রনাট্যের অর্ঘ্যদীপ ভাদুড়ি। সঙ্গীত অনুপম আইচ। প্রযোজনায় সানি ভড়, ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে পিয়া দেবনাথকে।