October 20, 2021

আসছে এই পুজোয় নতুন মিউজিক ভিডিও “বন্ধুত্বের হাত”

নিজস্ব প্রতিনিধি –

একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে লকডাউন এর আনলক – ৪ এর মধ্যেই সব রকমের নিয়ম মেনে এইবারের পুজোর ভিডিও এলবাম ‘বন্ধুত্বের হাত’ আর কিছু দিনের অপেহ্মায় পূজোয় মুক্তি পেতে চলেছে সুজিত ও কৌশানী – এর নতুন গান ‘বন্ধুত্বের হাত’। গানের কথা সুর ও দুজনের গায়কী মনে দাগ কাটার মত অবশ্যই। ব্যাস্ত জীবনের যন্ত্রনা, রাগ অভিমান দ্বিধা সব ভুলে বন্ধুর সাথে গানে গানে চেনা সুরে সুর মিলিয়ে দূরে হারিয়ে যাওয়ার একটি গান। আপনাদের সকলের পছন্দের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ‘বন্ধুত্বের হাত’। কি বোর্ড প্রোগ্রামিং করেছে প্রনব, গানের কথা ও সুর সুজিতের বর্তমানে শিল্পীরা দুজনেই খুব ভাল কাজ করছে সিনেমার গান বেসিক গান ও নানাবিধি কৌশানী প্রথম তার পরিচিতি অর্জন

করেছিল জি বাংলার সা রে গা মা পা ও ‘মানবেন্দ্র’ পুরষ্কারে পুরষ্কিত হওয়ার এর মাধ্যমে ও সুজিতের প্রকাশ হয়েছিল সিনেমার গান , বেসিক গান, সিনেমার প্রচ্ছদ মিউজিক ও একজন ভাল মিউজিসিয়ন হিসেবে। এই দুই জনের মেল বন্ধনের গোঠিত ‘বন্ধুত্বের হাত’ যেটি মুক্তি পাবে পুজোর আগেই ইউটিউব চ্যানেলএ। নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষে থেকে “বন্ধুত্বের হাত” এর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Total Page Visits: 187 - Today Page Visits: 1