আসছে কার্নিভাল ক্রিকেট লিগ ২০১৯

সাধনা মিস্ত্রি – কলকাতা
দুর্গা পূজা বাংলার উৎযাপনের প্রতিমূর্তি,আর ঠিক সেই মুহূর্তেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল ক্রিকেট লিগ ২০১৯ । গত ৩০ আগস্ট কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত হল কার্নিভাল ক্রিকেট লিগের সাংবাদিক সম্মেলন। কার্নিভাল রেড ও স্পোর্টস হাউসের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে কার্নিভাল ক্রিকেট লিগ ২০১৯ যেটি আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাখি দাসগুপ্ত, সোমরূপ দাসগুপ্ত, লক্ষীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী, অরূপ ভট্টাচার্য। কলকাতার শীর্ষ ষোলটি সামাজিক সাংস্কৃতিক ক্লাবগুলির মধ্যে এটি অন্যতম একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। লিগটি শহরের চারদিকে শীর্ষ ষোলটি সামাজিক সাংস্কৃতিক ক্লাব দলগুলির নকআউট পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হবে জানান সংস্থার কর্মকর্তা রা ।