আসছে দেব অভিনীত নতুন বাংলা ছবি “টনিক”

রাজকুমার দাস – কলকাতা
সম্প্রতি পোস্টার রিলিজ হয়ে গেল দেব অভিনীত নতুন বাংলা ছবি “টনিক”-এর। দুই সম্পর্কের গল্প ছবিতে দেখা যাবে। পথ্য আমরা সবাই কম বেশি সুস্থতার জন্যই ব্যাবহার করে আসছি এটা চিরাচরিত ভাবেই

চলে আসছে ছোটবেলা থেকেই “টনিক”-নামটার সাথে আমরা বেশ পরিচিত হয়ে উঠি। বড় হই,আসতে আসতে সেই বড় হয়ে ওঠার মাঝে কেমন যেন আমরা অনেক কিছুই ভুলে যাই। সম্পূর্ণ একটা পারিবারিক

গল্প নিয়ে এই ছবি। অতনু রায় চৌধুরী নিবেদিত বেঙ্গল টকিজ প্রযোজিত উক্ত ছবির পরিচালনা করেছেন নবাগত অভিজিৎ সেন। দেব এন্টারটেন্টমেন্ট ভেংচার্স সহ প্রযোজনায় এই ছবিতে পরাণ বন্দোপাধ্যায়ের চরিত্র মুখ্য সাথে শকুন্তলা বড়ুয়া,নীল মুখার্জী,

কনিনিকা ব্যানার্জী সহ অন্যান্য রা অভিনয় করেছেন।গরমের ছুটিতে আগামী ৮ই মে ছবিটি মুক্তি পেতে চলেছে। জিৎ গাঙ্গুলী র মিউজিক, ছবিটি দেখার জন্য সকলেই এখন আর কিছুদিনের জন্য প্রহর গুনছে।এখন দেখার দেব এর ক্রেজ এই ছবিতে কি ম্যাজিক দেখায়।