October 17, 2021

আসরে বিবাহ বিভ্রাট

নিজস্ব প্রতিনিধি:

অনেকদিন পর, কোনও বাংলা ছবি এরকম হাসাল তার কারণ, প্রকৃত অভিনেতারা যদি কমেডির মোড়কে নিজেদের প্রতিস্থাপন করতে শুরু করেন, তাহলে প্রকৃত অর্থেই সেটি সঠিক কমেডির রূপ ধারণ করে। ঠিক যেমনটা ঘটল সদ্যমুক্তিপ্রাপ্ত কমেডি ছবি ‘বিবাহ অভিযান’-এর ক্ষেত্রে। দুই অভিনেতা, যাঁরা ‘চ্যাপলিন’ কিংবা ‘ধনঞ্জয়’এর মতো চরিত্র ফুটিয়ে তুলে সমালোচকদের বাহবা কুড়িয়েছেন, তাঁদের অসম্ভব সুন্দরভাবে বাণিজ্যিক ছবিতে হাস্যকৌতুক অভিনয় করিয়েছেন পরিচালক। বিরসাকে এখানে বলতে হয়, আপনার জহুরীর চোখ সঠিক অভিনেতাদের ঠিক চিনে নিয়েছে। আপনি ঠিক চিনে নিয়েছেন অনির্বাণ এবং রুদ্রনীলকে। এর আগে রুদ্রনীল যথেষ্ট পরিমাণে দর্শক হাসিয়েছেন তাঁর অভিনয় দিয়ে। দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন রুদ্রনীলের অভিনয়। অন্যদিকে অনির্বাণ কমেডি চরিত্রে অনেকটাই আনএক্সপ্লোরড ছিলেন। এই প্রথম অনির্বাণকে এরকম একটি কঠিন চরিত্রে দেখা গেল। অসম্ভব ভালো কমিক সেন্স ফুটিয়ে তুলেছেন অনির্বাণ।

Total Page Visits: 918 - Today Page Visits: 2