May 7, 2021

আয়োজিত হল নারী শক্তি সম্মান-২০১৯

সোমনাথ সাহা –

সমাজের নারী শক্তি – প্রাণ শক্তিকে তুলে ধরতে উদ্যোগী হল টলিউড ওয়াক ইভেন্ট। সম্প্রতি এক রেস্তোরাঁয় সংস্হার পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয় সমাজের নারীদের বিকশিত করার লক্ষ্যে শারদশ্রেষ্ঠ বাংলার মুখ সম্মানে পুরস্কৃত করা হবে। আর এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে

মহালয়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী জাভেদ খান , অভিনেত্রী শ্রীমতি মাধবী মুখোপাধ্যায় , সংস্থার ব্র্যান্ড এম্বাসাডার সানা সিং , সংস্থার চেয়ারম্যান শ্রী এস সরকার , প্রমুখ। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সম্মান জানানো হবে এবং জনসচেতনতায় অংশ নেবে টলিউড ওয়াক ইভেন্ট। তাঁদের এই উদ্যোগ কে সাধুবাদ জানান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ও জাভেদ খান মহাশয়।

Total Page Visits: 425 - Today Page Visits: 1