October 27, 2021

ইউনিসেফ ও পুরুলিয়ার নিত্যানন্দ জনবাণী ৯১.২ এফ এম রেডিও এর সাফল্য উদযাপন

তনয় মন্ডল – কলকাতা

কলকাতার এক পাঁচতারা হোটেলে ইউনিসেফ ও পুরুলিয়ার নিত্যানন্দ জনবাণী ৯১.২ এফ এম রেডিও এর সাফল্য উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিসেফের কমুনিকেশন ফর ডেভলপমেন্ট স্পেশালিস্ট নাসির আতিক, ‘মান্ট’ এর ডিরেক্টর ডঃ নির্মাল্য মুখার্জী, আহমেদাবাদের ‘দৃষ্টি’ সংস্থার ডিরেক্টর দেবারুন দত্ত, শিশু অধিকার বিভাগের অফিসার ভাস্কর চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গের ইউনিসেফের প্রধান সচিব মহম্মদ মহিউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ, রাজস্থান এবং ওড়িশার প্রতিনিধিরা। ইউনিসেফ অংশীদারে নিত্যানন্দ জনবাণী কে সহযোগিতা করে আসছে মনভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট(মান্ট )। নিত্যানন্দ জনবাণী রেডিও শুরু হয় ২০১০ সালে। বর্তমানে প্রতিদিন ১৬ ঘন্টা রেডিও সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। এমন অনেক গ্রাম আছে যেখানে ইন্টারনেট, বিদ্যুৎ এখনও পৌঁছোয়নি। সেখানে কমিউনিটি রেডিওর জনপ্রিয়তা আছে ।
ইতিমধ্যে প্রায় পাঁচশ ঘণ্টার অনুষ্ঠান কমিউনিটি রেডিওতে প্রচারের জন্য অনুষ্ঠান নির্মিত হয়েছে। অনুষ্ঠান তৈরিতে আদিবাসীরা নিজেরাই অংশ নেন।পুরুলিয়ার নিত্যানন্দ জনবাণী ৯১.২ এফএম রেডিও তারা বাংলার পাশাপাশি সাঁওতালি ও কুলমালিতে অনুষ্ঠান সম্প্রচার করেন। ইউনিসেফের কমুনিকেশন স্পেশালিস্ট মৌমিতা দস্তিদার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন জানান এবং তিনি বলেন কমিউনিটি রেডিওর পরিধি এখন অনেক বেড়েছে। কম্পিউটার ও মোবাইল ফোনেও শোনা যাচ্ছে কমিউনিটি রেডিওর অনুষ্ঠান।
কমিউনিটি রেডিওর ভলান্টিয়ার ও আরজে (RJ ) রা তাদের রেডিও সম্পর্কে কর্মক্ষেত্রে নানা সুবিধা ও অসুবিধার কথা বলেন।

Total Page Visits: 198 - Today Page Visits: 1