ইসকেমিট স্ট্রোকের বিষয়ে অ্যাপেলোর সচেতনতা

সোমনাথ সাহাঃ
২০১৮ সালের বিশ্ব স্বাস্হ্য সংস্হার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর গোটা বিশ্বে স্ট্রোকে ৬০ লক্ষ মানুষের মৃতু হয়। এর মধ্যে সবচেয়ে বেশী মৃতু হয় ইসকেমিক স্ট্রোকে। রিপোর্টে বলা হয়েছে প্রতি ৬ সেকেন্ডে কারো না কারো পুরুষ কিংবা মহিলার মৃতু হচ্ছে। প্রতি ৬ জনের মধ্যে একজনের জীবিত কালে স্ট্রোক হবে। এই বিষয়ে সচেতনতার লক্ষ্যে প্রচার করে অ্যাপেলো গ্লেনিগাল্স হসপিটাল। এই বিষয়ে হসপিটালের পক্ষ থেকে বৃহস্পতিবার এক পাঁচতারায় আয়োজিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট নিউরোলজিস্ট ও স্ট্রোক বিশেষঞ্জ চিকিৎসক দেবব্রত

চক্রবর্তী বলেন, এই রোগ আটকানোর সেরা উপায় হল ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখা। স্ট্রোকের রোগীর চিকিৎসা যত দ্রুত শুরু করা যাবে তত উপকার হবে। বিশেষ করে ৯০ মিনিটের মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায়। এই বিষয়ে চিকিৎসক সদানন্দ দে বলেন, বর্তমান সময়ে স্ট্রোকের আধুনিক চিকিৎসা রয়েছে। স্ট্রোক কতটা তীব্র আক্রমন করে তার উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি। রোগীর শারীরিক অবস্হার উন্নতি ঘটাতে হল কখন চিকিৎসা শুরু হচ্ছে সেই সময়টা গুরুত্বপূর্ণ।