উত্তরনের জয় জয় কার থিমে সাজবে শিবপুর ষষ্ঠীতলা পুজো মন্ডপ

সপ্তর্ষি সিংহঃ
আকাশ বাতাস জানান দিচ্ছে উমা আসছে। কলকাতার পুজো কমিটি গুলির পাশাপাশি হাওড়ার পুজো কমিটি গুলিও সেরে ফেললে প্রস্তুত তাদের এই বছরের দূর্গোৎসবের খুঁটি পূজো তাই এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি দূর্গোৎসব কমিটি নিজেদের খুঁটিপূজোর মাধ্যমে ৯৪ তম বর্ষ পদার্পন করল। এই বছর তাঁদের থিম উত্তরণ। শিল্পী মনীশ দাশগুপ্তের অভিনব ছোঁয়ায় সেজে উঠবে এই মন্ডপ। এদিন শিল্পী বলেন, অন্যান বছরের মতোও থিমের উপর নির্ভর করে মন্ডপ সজ্জিত হবে, তবে

প্রতিমা থাকবে সাবেকিয়ানায়। জীবনের সাফল্য ব্যর্থতার চিত্র ধরা পড়বে শিল্পীর সৃজন শিল্পে। এই বিষয়কে বেছে নেওয়ার কারণ হিসাবে শিল্পী জানান সামজিক জীবনের বিভিন্ন বার্তা নিয়ে এই পরিকল্পনা। শিল্পীর আশা যে শিবপুর অঞ্চলের তার এই মন্ডপ দর্শকদের মনে সাড়া ফেলবে।খুঁটি পূজোর পাশাপাশি এই দিন রাখি বন্ধন উৎসব ও পালন করেন কমিটির সদস্য ও সদস্যরা । এই পুজোয় অফিসিয়াল ওয়েবসাইট নিউজ পার্টনার নিউজ বেঙ্গল অনলাইন