October 27, 2021

উত্তর কলকাতার “আমরা সবাই”-সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো

কলকাতা, রাজকুমার দাস:—

আকাশে বাতাসে পুজোর গন্ধ পেতে আর কিছুদিনের অপেক্ষা, প্যান্ডেলে প্যান্ডেল পুজোর প্রস্তুতি ইতি মধ্যেই শুরু।থিমের সাথে সাবেকিয়ানা সব কিছুই এখন প্রতিযোগিতার দৌঁড়ে, রবিবার ২৫শে আগস্ট উত্তর কলকাতার গোয়াবাগান এর “আমরা সবাই”-

সার্বজনীন দুর্গাউৎসব সমিতির পুজোর খুঁটি পুজো বেশ ধুমধাম করে করা হলো। ক্লাবের সম্পাদক অভিষেক হেশ জানান এবছর তাঁদের থিম “মায়াবী প্রদীপ”। এই দিনে ক্লাবের সকল কর্মকর্তা সহ স্থানীয় বাসিন্দারা স্বতস্ফূর্ত ভাবে যোগদান করেন। এখন শুধুই দিন গোনার পালা মায়ের মর্তে আসার।

Total Page Visits: 316 - Today Page Visits: 1