উত্তর কলকাতার শিশু চক্র ক্লাবের শ্যামা পুজো ৮৫ তম বর্ষে।

দীপ – কলকাতা
উত্তর কলকাতার শিশু চক্র ক্লাব দেখতে দেখতে শ্যামা পুজোয় ৮৫ তম বর্ষে পদার্পন করলো। এই পুজো টি দীর্ঘদিন ধরে চাঁদা ব্যতীত পুজো। এছাড়া পুজো টি মূলত এলাকার মহিলা দ্বারা পরিচালিত হয়ে আসছে বহুদিন ধরে। এদিকে তার সাথে এলাকার সকল পল্লিবাসী বৃৃন্দের সহ যোগীতার হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থ ভাবে। আমরা শুধু পুজোর সাথে যুক্ত থাকিনা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে পুজোর প্রতিদিনই থাকে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, জানালেন ক্লাব সদস্য সৌভিক গাঙ্গুলী।

এরই পরি পেক্ষিতে নিউজ বেঙ্গল অন লাইন আমার পাড়া সেরা পাড়া প্রতিযোগিতায় সেরা পুরস্কার শিশু চক্র ক্লাবের হাতে তুলে দেন। এছাড়া শ্যামা শক্তি দ্বীপ সম্মান স্টার জলসা খ্যাত শ্রীময়ী সিরিয়ালের গুড্ডু শিশু চক্র ক্লাব কে শ্রেষ্ঠ প্রতিমা হিসাবে পুরস্কৃত করেন।