উত্তর শহরতলিতে ‘গুপ্তা ব্রাদার’স’ নয়া বিপনি

সপ্তর্ষি ও সোমনাথঃ
বাঙালী যেমন খাদ্য রসিক তেমনি মিষ্টি প্রিয়। ভোজনরসিক মানুষের কাছে শেষ পাতে মিষ্টি মুখ চাই। হরেক স্বাদের মিষ্টির ঠিকানা মানেই গুপ্তা ব্রাদার্স। বৃহস্পতিবার উত্তর কলকাতার মহত্মাগাণ্ধি রোডের উপর গুপ্তা ব্রাদার্স এর ১৮ তম শাখার নয়া

আউটলেটের সূচনা হল। এদিন সূচনা লগ্নে উপস্হিত হয়েছিলেন উত্তর কলকাতার বিধায়ক স্মিতা বক্সি ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় বক্সী ও শ্রী গজেন্দ্র গুপ্তা।গুপ্তা ব্রাদার্স এর পক্ষ থেকে শ্রী গজেন্দ্র গুপ্তা বলেন কলকাতা ও শহরতলি জুড়ে এখন মোট ১৮ তম শাখা খুললাম , এই অঞ্চলের মানুষ এতো দিন গুপ্তা ব্রাদার্সের মিষ্টি থেকে বঞ্চিত ছিলো , কিন্তু এখন আর নয়, সকালের টিফিন থেকে বিকালের খাবার ও এখানে পাওয়া যাবে। সকলের কথা মাথায় রেখেই ভেজ এর সমস্ত রকমের খাবার থাকছে। এছাড়া প্রতিটা উৎসবের কথা মাথায় রেখে , উৎসবের দিন গুলি তে থাকবে নানান মিষ্টির চমোকও।
ছবি – গোপাল দেবনাথ ।