October 27, 2021

উত্তর সালকিয়া সরস্বতী স্পোর্টিং ক্লাবে রক্তদান উৎসব ২০১৯

সোমনাথ সাহাঃ

উত্তর হাওড়া অঞ্চলে যাত্রা শুরু হয়েছিল ১৯৭২ সালে। রবিবার ২৮ জুলাই ক্লাব প্রাঙ্গনে সংঘের পক্ষ থেকে রক্তদান উৎসব আয়োজন করা হয়েছিল। এই রক্তদানে অঞ্চলের প্রায় ৫০ জন এর ও বেশি রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্হিত ছিলেন সংঘের সভাপতি অধ্যাপক শঙ্করদাস চক্রবর্তী, সাধারণ

সম্পাদক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান সদস্যরা। এছাড়াও এদিন উপস্হিত ছিলেন বিশিষ্ট চিত্র সাংবাদিক রনি রায়, নবাগত শিল্পী স্বস্তিকা রায়, চিত্র পরিচালক শিউলি রামানী গোমস, সমাজসেবক সঞ্জয় রায় , বাঁকুড়া জেলা জজ অপূর্ব সিংহ রায় ও অনন্য অতিথিরা। এদিন রক্তদানের পাশাপাশি স্বাস্হ্য পরীক্ষা ও অঙ্কন চিত্র প্রতিযোগিতা ও আয়োজন করা হয় ।

Total Page Visits: 684 - Today Page Visits: 2