উত্তর ২৪ পরগনার নৈহাটি ৮ নং বিজয়নগরে উই কেয়ার সংস্থার উদ্যোগে সাংসদ অর্জুন সিংয়ের খাদ্য সামগ্রী প্রদান

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা
সম্প্রতি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ৮ নং বিজয়নগরে ডিয়ার ক্লাবের সন্নিকটে ‘ উই কেয়ার ‘ এর পরিচালনায় রান্না করা খাবার পরিবেশন করলেন বারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। এদিন উই কেয়ারের উদ্যোগে লক ডাউনে থাকা প্রায় ৩০০ অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিলেন সাংসদ অর্জুন সিং। সাংসদকে এদিন উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হল। শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের এই সামাজিক কাজে এসে দারুন ভালো লাগলো। এরকম কাজে ডাকলে আমাকে সব সময় পাবেন,

কিন্তু আগে থেকে আমাকে জানাবেন। এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন,নৈহাটি মন্ডল ২ – এর শ্রী সুব্রত দাস, কমল সরকার, অজয় ঘোষ, মানষ চ্যটার্জী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। শিক্ষক ও ছাত্র – ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সুমিত ভট্টাচার্য, সিদ্ধার্থ মুখার্জী, মানালী ব্যনার্জী ছাড়াও ছিলেন অমৃতা দাস, অম্বিকা ভাদুরী, সম্রাট দত্ত রায়, সবর্ণা চ্যটার্জী, তানিয়া সাধু ,শ্রীতমা দাস, মউল সরকার, লোকেশ আগরওয়াল, রাহুল মিত্র , অরিজিৎ পাল ও চিরন্তন সাহা ও অন্যান্যরা। উই কেয়ার – এর শিক্ষক ও ছাত্র – ছাত্রীরা বলেন, আমরা একেবারে অরাজনৈতিক ভাবে এই পরিষেবা চালিয়ে যেতে ছাত্র – ছাত্রী এবং শিক্ষকদের নিজেদের মধ্যে অর্থ বিনিয়োগ করে চলেছি। যতদিন পর্যন্ত আমরা পারবো ততদিনই চালাবো এই পরিষেবা।