October 19, 2021

এই প্রথম একসাথে হাজির শ্রাবণী,সিধু,অশান্ত,ও জয় টেগোর মেডলি নিয়ে

নিজস্ব প্রতিনিধি –

রবীন্দ্রসঙ্গীতে একসাথে এলেন শ্রাবণী সেন, সিধু,অশান্ত এবং জয় সরকার। এই মিউজিক ভিডিওতে পূজা পর্যায়ের চারটে গানের মেডলি করা হয়েছে মানে চারটে আলাদা গানের সমণ্বয় ঘটানো হয়েছে।আমার মুক্তি আলোয় আলোয়,দাঁড়াও আমার আঁখির আগে,আমার মাথা নত করে,আমি হেথায় থাকি শুধু এমনই চারটে গান গেয়েছেন শ্রাবণী সেন,সিধু,অশান্ত বাকলি। গানের সংগীত আয়োজন করেছেন জয় সরকার।গানের মিউজিক ভিডিওর অনেকটা অংশ জুড়ে রয়েছে বগুরান জলপাই বিচ।সিধু বললেন,” অনেকদিনের ইচ্ছা

পূর্ণ হল।শ্রাবণী সেনের সাথে এক মন্চে গান করলেও অন রেকর্ড কোনো কাজ ছিলনা।রবীন্দ্রসঙ্গীত নিয়েও কাজ করার ইচ্ছা ছিল,সব মিলিয়ে এই কাজটা অন্যরকম।জয়ের খুব সুন্দর সংগীত আয়োজন,গানের চমৎকার মিউজিক ভিডিও সব মিলিয়ে এই কাজটা আশা করছি সবার ভালো লাগবে।”শ্রাবণী সেন বলেন,”করোনার অতিমারির পর নতুন ভাবে গান নিয়ে ফিরতে পারাটাই অনেক বড় কথা।আর রবীন্দ্রনাথের গান সবসময় আমাদের প্রেরণা যোগায়”।জয় সরকার জানান,” রবীন্দ্রনাথের গানের আমাদের এক সাথে এই প্রথম কাজ।আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”অন্যদিকে আরেক কণ্ঠশিল্পী অশান্ত খুব আশাবাদী তাঁদের এই যৌথ প্রয়াস নিয়ে।সম্প্রতি গানটির প্রকাশ সিধুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে হয়ে গেল।

Total Page Visits: 218 - Today Page Visits: 2