একদিকে করোনা আবহ অন্যদিকে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল চারি দিকে

দীপক ঘোষ – কলকাতা
একদিকে করোনার আবহাওয়া অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস, আজ পালিত হল চারিদিকে। প্রতি বছরই ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই দিবস পালনের উদ্দেশ্যে হলো পরিবেশ সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা। মানবজাতিকে বাঁচতে হলে পরিবেশকে রক্ষা করতেই হবে,এবং গাছকে বাঁচাতে হবে। বর্তমানে করোনা সংকট সহ নানান সমস্যা থেকে বিশ্বকে বা মানব জাতিকে বাঁচাতে আমাদের উচিত পরিবেশকে শোষণের হাত থেকে রক্ষা করা প্রকৃতি আমাদের যা দিয়েছে তার মূল্যবোধ এবং তাকে সম্মান করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এই বছর অর্থাৎ ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম হলো জীব-বৈচিত্র। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্রের গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে খাদ্য জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখে জীব-বৈচিত্র। এছাড়াও জলবায়ু ,পরিবর্তন দূষণ বন্যা নিয়ন্ত্রণের জন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের জন্য বেশ প্রয়োজনীয়। তবে চিন্তার বিষয় হল বিশ্বের মোট জীব বৈচিত্রের প্রায় ৯৮% বিলুপ্ত হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া থেকে ব্রাজিলের জঙ্গলে আগুন ঘূর্ণিঝড় , পঙ্গপাল আক্রমণ এবং করোনা ভাইরাস মহামারির মতো সাম্প্রতিক ঘটনাবলীর মানুষকে বোঝাতে যথেষ্ট যেকোনো আমাদের জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। এই ঘটনা বলি আমাদের আরো জানায় যে কিভাবে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল এবং মানুষ হিসেবে আমাদের কি করা দরকার তাই এই পরিবেশ দিবসে অবশ্যই গাছ লাগিয়ে এই দিনটিতে পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রচার চালানো হয়। এবারে করোনা প্রবাহ ও ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পরিবেশ দিবস উদযাপন দিনটি সংখ্যায় কম হিসেবে দেখা গেল। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের মন্তব্যে বলেন আরফানের ঘূর্ণিঝড়ে কলকাতার গাছ পালাকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। তাই কলকাতাকে আগের মতন চিরসবুজ করে আনতে দরকার প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। তাহলে কলকাতা আবার চিরসবুজ এ পরিণত হবে। এছাড়াও তিনি জানালেন কলকাতায় ঘূর্ণিঝড়ে যে সমস্ত গাছপালার ক্ষতি হয়েছে সে সমস্ত গাছপালা কে পুনরাবৃত্তি করে আরো গাছপালা লাগিয়ে ও বৃক্ষ রোপনের মাধ্যমে গাছপালা লাগালে আবার আগের মতন কলকাতায় চিরসবুজের ফিরে আসবে। এদিকে দক্ষিণ দমদম পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন ,বিভিন্ন দুর্গাপূজা কমিটি, ও অন্যান্য জায়গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হতে দেখা যায়। ও বিভিন্ন অঞ্চেলে বৃক্ষ রোপন ও করা হয়।