একলব্যের কাহিনী নিয়ে ‘সুপার থার্টি’

নিজস্ব প্রতিবেদনঃ
অনেকদিন পর প্রেক্ষাগৃহে আসতে চলেছে হৃতিকের ছবি ‘সুপার ৩০’। কলকাতায় ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত দর্শক মাঝে মাঝে হাততালি দিয়ে উঠেছে। প্রথমত বাহবা দিতে হয় হৃতিকের অভিনয়কে। আগের চেয়ে অনেক বেশি পরিণত তিনি। আনন্দ কুমারের লড়াইয়ের সঙ্গে খাপ খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন অভিনয় ও চেহারার মাধ্যমে।
আনন্দ কুমারের জীবনের ঘটনাবলী অবলম্বনেই তৈরি হয়েছে পরিচালক বিকাশ বেহলের ছবি ‘সুপার থার্টি’। চেনা গল্প হলেও যেহেতু আনন্দ কুমার জনগণের কাছে খুব একটা পরিচিত মুখ নন, তাই কোনওরকম ম্যানারিজ়মের ব্যাগেজ ছাড়াই হৃত্বিক স্বমহিমায় অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছেন। এবং বলা বাহুল্য তিনি সসম্মানে উত্তীর্ণও হয়েছেন প্রথম দর্শনেই। দু’বছর আগে ‘কাবিল’-এর পর হৃত্বিককে আর কোনও ছবিতে দেখা যায়নি। শোনা যাচ্ছিল প্রস্তুত হচ্ছিলেন তিনি, গ্ল্যামারবিহীন চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য। এরপরেও নানান কারণে ছবির মুক্তি বিলম্বিত হয়েছে। তাই ‘সুপার থার্টি’-কে নিয়ে আগ্রহ থাকলেও উচ্ছাস তেমন ছিল না। কেন না হৃত্বিক ছাড়া এই ছবিতে আর কোনও তারকা অভিনেতা নেই। কিন্তু যে ছবির চিত্রনাট্য নিজেই তারকা আর যার জীবনকথা যে কোনও মহাপুরুষের জীবনীর সঙ্গে তুলনীয়।