October 27, 2021

এস.পি.সি.ক্রাফ্টের উদ্যোগে শঙ্খ ঘোষ এর স্মরণে কবিতা পড়বেন শর্মিলা ঠাকুর সহ বহু বিশিষ্টরা

নিজস্ব প্রতিনিধি –

শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি তাঁর আর্ট কালেকটিভ এস.পি.সি.ক্রাফ্টের মাধ্যমে আগামী ১৬ই মে রাত ৯ টায় শঙ্খ ঘোষের জন্য একটি মেমোরিয়াল সংস্থার (www.facebook.com/SPCkraft) ফেসবুক পেজে উপস্থাপন করবেন। এই অনুষ্ঠান শুরু হবে মালয়ালি কবি ও স্কলার কে. সচ্চিদানন্দনের বক্তৃতার মধ্য দিয়ে এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শঙ্খবাবাবুর একদা ছাত্রী পরিচিত মিডিয়া পারসোনালিটি চৈতালী দাশগুপ্তের স্মৃতিচারন করবেন। সম্পাদক ও লেখক অরুণাভ সিনহা অনুবাদে তাঁর লেখা পড়বেন। শঙ্খবাবুর কবিতা উদযাপন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত, বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ, প্রণতি ঠাকুর ও মধুমিতা বসু, অভিনেত্রী সোহিনী সরকার,অনন্যা চট্টোপাধ্যায় ও নন্দনা সেন, বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর এবং কিংবদন্তি শর্মিলা ঠাকুর।এই স্মৃতিসন্ধায় রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক, প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, রোহিনী রায় চৌধুরী, শ্রবন্তী বসু বন্দোপাধ্যায়, সুছন্দা ঘোষ, রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় এবং ঋতপা ভট্টাচার্য্য । অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনায় সুজয় প্রসাদ চ্যাটার্জি।তিনি জানালেন, “ভারতীয় কবিতার অন্যতম কবির জীবন ও রচনাগুলি উদযাপন করা আমাদের জন্য সম্মানের এবং সম্ভবত তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা রক্ষার এক অনন্য উপায়”।

Total Page Visits: 174 - Today Page Visits: 2