October 19, 2021

এ্যালুমিনি অ্যাসোসিয়েশনের চতুর্দশ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ

সম্প্রতি বঙ্গবাসী কলেজের এ্যালুমিনি অ্যাসোসিয়েশনের চতুর্দশ বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গনে। প্রতি বছরের মতো এই বছরও প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিক ও শিক্ষা কর্মী বন্ধুদের নিয়ে আয়োজিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের প্রতিষ্ঠাতা গিরিশ চন্দ্র বসু, তাঁর পুত্র প্রশান্ত কুমার বসু ও প্রাক্তন ছাত্র দাসের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের পুরোন স্মৃতি রোমন্থন করেন। প্রতি বছরের ন্যায় এই বছর কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। কলা, বানিজ্য ও বিঞ্জান বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে রমলা ঘোষ স্মৃতি পুরস্কার তুলে দেন অশোক কুমার ঘোষ। শ্রীমতি প্রতাবতী মৈত্র ও শ্রীমতি সুহাসিনী লাহিড়ী স্মৃতি বৃত্তি কলা বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের সর্ব্বোচ্চ নম্বর প্রাপকের হাতে তুলে দেওয়া হয়। ১৯৮০ দশকের প্রাক্তন ছাত্রছাত্রীদের গড়ে তোলা হইচইতর্ক তহবিল ও ছাত্র কল্যান তহবিল থেকে দুঃস্হ ছাত্র ছাত্রীদের পরবর্তী বছরের ভর্তি ও পরীক্ষার ফি প্রদান করাহয়।

Total Page Visits: 396 - Today Page Visits: 2