ওকে গ্রুপের একটি সংস্থা প্রয়াস লকডাউন এ একদিকে দুস্থদের পাশে, অন্যদিকে আম ফানে লন্ডভন্ড গাছপালাকে নতুন করে সাজিয়ে তুলতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ

দীপক ঘোষ – কলকাতা
বর্তমানে যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ,সেই আতঙ্কে জেরে সারা বিশ্বজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে মানুষ নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে লড়াই চালিয়ে যাচ্ছে। তারমধ্যে সরকার ও নিয়মাবলী করে দিয়েছেন ঘরে থাকুন সুস্থ থাকুন। তাই লক ডাউনে এই অবস্থায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে পরিষেবা দিতে এগিয়ে আসলো ওকে

গ্রুপের একটি সংস্থা প্রয়াস। কলকাতা থেকে শুরু করে গ্রামাঞ্চলে নদীয়ার নবদ্বীপে ও দুস্থ ও অসহায় মানুষ দের মধ্যে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ওষুধ তারা পৌঁছে দিচ্ছে দোকানের থেকেও কম দামে ও নায্য মূল্যে। ফ্রি হোম ডেলিভরি তে যাত্রা প্রথম শুরু হয় নদীয়া জেলার নবদ্বীপ থেকে। তাদের এই পরিষেবা নবদ্বীপের পৌরসভা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত

তাদের এই পরিষেবার যথেষ্ট সুনাম অর্জন করে ওকে গ্রুপের প্রয়াস সংস্থাটি। এদিকে কলকাতা শহর সহ পার্শ্ববর্তী অঞ্চলেও তাদের এই পরিষেবা সাফল্য অর্জন করে।এদিকে আম ফানের তাণ্ডবে নদীয়ার জেলার পুরো নবদ্বীপ অঞ্চলে গাছপালা কে পুরো লন্ডভন্ড

করে দিয়েছে ,তাই গত ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ পালা কে আগের মতন ফিরিয়ে আনতে রক্ষণাবেক্ষণ করে ও নতুন করে বৃক্ষরোপণ এর মাধ্যমে পুরো নবদ্বীপে অঞ্চলে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে ওকে গ্রুপের একটি সংস্থা প্রয়াস এবং

বিভিন্ন জায়গা তারা বৃক্ষরোপণ ও করেন। ভারপাপ্ত মিউনিসিপ্যাল শ্রী বিমান সাহা সাথে ছিলেন। ৫ই জুন এর বিশ্ব পরিবেশ দিবসে সমগ্র বিষয়টি যারা বর্ণনা করেন তারা হলেন ওকে গ্রুপের ফাউন্ডার এবং এমডি ধ্রুব জ্যোতি দাস, ফাউন্ডার ইন্দ্রজিৎ দে , অ্যাডমিনিস্ট্রেটিভ এর হেড শ্যামল বিশ্বাস, ও প্রয়াসের অফিশিয়াল ইনচার্জ শ্রাবনী দে।