ওয়েব সিরিজে ফুটে উঠবে কৃষানু দে

নিজস্ব প্রতিনিধিঃ
প্রয়াত ফুটবলার কৃশানু দে’কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হিসেবে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসা পেয়েছেন তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি এই সিরিজ প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রোডাকশনস।
কৃশানু দে-র জীবনের পাশাপাশি ওয়েব সিরিজ়ে দেখানো হবে সেই সময়কার কলকাতার ময়দান, খেলাধুলা এবং খেলাকে ঘিরে রাজনীতি। তাঁর সমসাময়িক খেলোয়ার এবং ক্লাব কর্তাদেরও দেখা যাবে এখানে।
কৃশানু দে-র চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ উরহাম।
Total Page Visits: 312 - Today Page Visits: 2