করোনার আবহের মধ্যেই কলকাতা চ্যালেঞ্জার্স অরগানাইজেশন মৃৎশিল্পী ও দুঃস্থ পরিবারের পাশে সাহায্য নিয়ে এগিয়ে এলেন কুমারটুলিতে

দীপক ঘোষ – কলকাতা
স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা চ্যালেঞ্জারস অরগানাইজেশন এর উদ্যোগে মৃৎশিল্পী ও দুস্থ পরিবারের মধ্যে সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুমারটুলিতে এই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

কলকাতার চ্যালেঞ্জার্স অরগানাইজেশনের প্রেসিডেন্ট বিনীতা সিং, বাংলার প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী মেঘ সায়ন্তনী, মানবাধিকার সংগঠনের অরূপ মুখার্জি, শ্রীমতি আয়েত্রী দে, ওকে ক্যাবসের কর্ণধার ধ্রুবজ্যোতি দাস, মৃৎ শিল্পী চায়না পাল, মিন্টু

পাল, রমেন কুমার ফ্যান ক্লাবের কর্ণধার শ্রী রমেন পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলকাতা চ্যালেঞ্জার্স অরগানাইজেশন সেদিন ২০০ জন কুমারটুলির মৃৎশিল্পী ও কলকাতা শহরের ১২০০ দুস্থ পরিবারের হাতে মাস্ক সাবান ও সাবান কেস তুলে দিলেন।

সেদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শহরবাসীর মনে সচেতনতা বাড়ানো। সেদিনের অনুষ্ঠানে এসে কলকাতা চ্যালেনজার অর্গানাইজেশন সংস্থার চেয়ার পার্সোন তনবীর খান জানালেন ভবিষ্যতে এরকম

উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকবে। কলকাতা শহরের বুকে তাদের এই অভিনব কর্মসূচি যথেষ্ট সাড়া ফেলে দেয়।