October 27, 2021

করোনার আবহে এই বছর হলো না কলকাতার ইসকন ও মাহেশের রথ

দীপক ঘোষ – কলকাতা


ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা আতঙ্ক কে জয় করে রাস্তায় নামছে মানুষজন। শুরু হয়েছে বেসরকারি বাস পরিসেবা ও আর এরই মধ্যে ঐতিহাসিক রথযাত্রা আজ যদিও ইসকন কিংবা মাহেশের রথ এবার বের হবে না বাংলাতে। শুধু শহর কলকাতা তে নয় জেলাতেও এবার রথ বের হবেনা বলেই খবর। করোনার আবহে সামাজিক দূরত্ব বৃদ্ধি বজায় রাখতে এবার কলকাতা রাজপথে নামেনি এবার বিখ্যাত ইসকনের রথ। ফলে জগন্নাথদেবের দর্শনে কলকাতা শহরে এবছর অনেকেই বঞ্চিত হয়েছেন। তবে এবারে কলকাতা ইসকন মন্দির জগন্নাথ দেবের দর্শন করা যাবে ইসকনের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। এবার সরাসরি জগন্নাথ দর্শন নাহলেও ফেসবুক পেজের মাধ্যমে দর্শন না, হলেও ফেসবুক পেজের মাধ্যমে দর্শন করা যাবে জগন্নাথ দেবকে। আজ ভোর চারটার সময় রীতি ও আচার মেনে জগন্নাথ দেবকে আরাধনা করে তোলা হয়েছে। তারপর তার পোশাক পরিধান করে তোলা হয়েছে। তারপরেই জগন্নাথ দেব দর্শন দেন এবং তাকে ৫৬ রকমের ভোগ দেওয়া হয়েছে। সকালে জগন্নাথ দেবকে উপর থেকে নীচে নামানো হয়। এবছর সমস্ত আচার-অনুষ্ঠান পালন হয় ইসকন মন্দিরের মধ্যেই। তাই এবার এ শহর কলকাতা রাজপথে জগন্নাথ দেবের রথ বের হতে সেরকম দেখা যায়নি।

Total Page Visits: 355 - Today Page Visits: 2