করোনার আবহে লক ডাউনের মধ্যে দমদম স্টেশনে থাকা দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে রান্না করা খাবার নিয়ে জীবন বাংলা সংস্থা

দীপক ঘোষ – দম দম
রাজ্য ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ তারই প্রভাবে চলছে রাজ্যে সম্পূর্ণ লকডাউন। তাই লকডাউনের মধ্যেও অর্জুনপুরের এনজিও সংস্থা জীবন বাংলা ও বন্ধুবান্ধব সংঘের পরিচালনায় দমদম স্টেশনে থাকা দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সেদিন তারা ১০০

জনের মতো দুঃস্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। চার মাস ধরে আমরা লক ডাউনের মধ্যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছি জানালেন জীবন বাংলা সংস্থার সৌরভ দে। এমনকি তারা আম্ফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের মতো

জায়গায় ২৫০০ জন দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেন। জীবন বাংলা সংস্থার সৌরভ দে আরো জানালেন আমাদের জীবন বাংলা সংস্থার সদস্যদের সহযোগিতায় আমরা চারিদিকে দান করে যাচ্ছি। আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে যদি

সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে আমরা দুস্থদের পাশে থাকার অঙ্গীকার রাখছি। তাই আমরা দমদম স্টেশন সংলগ্ন দিন আনা দিন খাওয়া মানুষ গুলো যাতে রোজ খাবার পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। লকডাউনের মধ্যে জীবন বাংলা সংস্থাটি দুস্থদের পাশে থেকে যেভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে তাই তাদের কর্মকান্ড অঞ্চেলের সাধারন মানুষ খুবই খুশি।