October 27, 2021

করোনার আবহয়ে ঐতিহ্য পূর্ন মে দিবস

দীপক ঘোষ – কলকাতা

করোনার দাপটে ঐতিহ্য পূর্ণ মে দিবস ভারতের মাটিতে মিশে যাওয়ার মত অবস্থা। মে দিবস মানে অথাৎ শ্রমিক দিবস। আজকের এই মে দিবসে কলকারখানা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানে সাড়ম্বরে পালিত হত মে দিবস। আজকে আর মে দিবসের ফ্ল্যাগ তোলা, ও দেখা যাবে না, ও We shell over come গান টা ও শোনা যাবে না। তার কারণ লক ডাউনে বেশির ভাগই কলকারখানা বন্ধ। এর জন্যই এবারে দেখা যাবেনা মে দিবস পালন।
লক ডাউনের বিধি বদ্ধ নিয়ম যা বেঁধে দিয়েছে সরকার, তাতে মে দিবস পালন করার উদ্যোগ এবার সেরকম দেখা যাচ্ছে না , কলকারখানা গুলোর। এই ঐতিহ্য পূর্ণ দিনটি আগামী বছরে কবে ফিরবে? সেই প্রশ্ন জাগছে সমগ্র ভারত বাসীর মনে।

Total Page Visits: 172 - Today Page Visits: 1