করোনা ও আম ফানের ঝড়ে দুর্গতদের পাশে থেকে সাহায্য করতে এগিয়ে এলেন বিশ্বরঞ্জন চৌধুরী ও তার সঙ্গীরা

দীপক ঘোষ – কলকাতা
একদিকে করোনা অন্যদিকে আমফানের ঝড়ে গোটা বাংলাকে লন্ডভন্ড করে দিয়েছে। এদিকে করোনা সংক্রমণ আমাদের রাজ্যে দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুও হচ্ছে। সুস্থতার হার ও বাড়ছে বিপদের দিনগুলোতে এইসব উপেক্ষা কে মাথায় রেখে

দুর্গতদের পাশে থেকে সাহায্য করতে নেমে পড়েছেন বিশ্বজন বাবু। বাঙ্গুর অঞ্চলের কয়েকজন ব্যক্তি প্রচেষ্টায় সুন্দরবন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ এর মত মোট ১১টি জায়গায় দুস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য করে চলেছেন। এমনকি তিনি গঙ্গাসাগরের রুদ্রনগর অঞ্চলের মতো জায়গায় দিয়ে দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য করে এসেছেন,

জানালেন বিশ্বরঞ্জন বাবু তিনি আরও জানালেন আজ পর্যন্ত যত জায়গায় আমি গিয়েছি আমি একা নই আমার সঙ্গীরা দুর্গত মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার পাশে বিভিন্ন সংস্থা, মানবাধিকার কমিশনের স্টেট ইনচার্জ অরূপ মুখার্জি সহ কলকাতা টালিগঞ্জের বৌদ্ধ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত প্রধান ডক্টর অরুণ জ্যোতি মহাথেরো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের সদস্যরা, বিশিষ্ট প্রবীণ ব্যক্তি প্রবীর বোস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এমনকি আমি বাসন্তীর

মহেশপুরের অনাথ আশ্রম থেকে শুরু করে ধনিয়াখালি পারুল অনাথ আশ্রমের বাচ্চাদের কে ও সাহায্য করে এসেছি। সবশেষে তিনি জানালেন আমরা শুধু শুকনো খাদ্য সামগ্রী জায়গায় জায়গায় দুর্গতদের দিয়ে যাচ্ছি কারণ তাদের রান্না করার মত জায়গা নেই আম ফানের ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। তাই আমরাসাধারণ মানুষের আবার সাড়া পেয়ে আগামী ১০ই জুলাই গঙ্গাসাগর উদ্দেশ্যে দুস্থ ও অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিচ্ছি। এছাড়াও পাথর প্রতিমার অনাথ আশ্রমে ও দুঃস্থ বাচ্চাদেরকে ও সাহায্য করতে যাবো। বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন বাবু ও তার সঙ্গীদের মানবিক কর্মসূচি ও সমাজ সেবার উদ্যোগ এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়।