করোনা ও বিধ্বংসী ঘূর্ণি ঝড় আমফানের দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে এগিয়ে এলেন সমাজ সেবক সৌমিক রাহা

দীপক ঘোষ – কলকাতা
চারিদিকে আজ করোনার থাবা , অন্য দিকে বিধ্বংসী ঘূর্ণি ঝড় আমফানের তান্ডবে গোটা বাংলা আজ লন্ড ভন্ড। চারিদিকে নেই আলো, নেই পানীয় জল। মানুষ আজ নিরুপায়। এই ঘূর্ণি ঝড়ে কোথাও উড়িয়ে নিয়ে গেছে টিনের চাল, কোথাও রাস্তায় উপচে পড়ে গেছে গাছ। তার ফলে চারিদিকে শুধু সৃষ্টি হয়েছে সমস্যা।

তাই করোনার মহামারীর থাবা ও আম ফানের তান্ডবে যে ত্রাসের সৃষ্টি হয়েছে, সেই ত্রাস সৃষ্টির সমস্যা ও এই দুর্যোগ পূর্ন আবহাওয়ায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে এগিয়ে এলেন দমদম গোরা বাজারের বাসিন্দা সমাজ সেবক সৌমিক রাহা। তিনি লক ডাউনের প্রথম দিন থেকেই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছেন খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিষ দিয়ে। এমনকি তিনি আমফানের ঝড়ের দুর্যোগের

দিনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে নিরাপত্তা ও সচেতন হওয়ার বার্তা দেন। আজ তিনি দুর্যোগ পূর্ন মোকাবিলায় দুঃস্থ ও অসহায় মানুষদের সেবা করে যাচ্ছেন। তিনি জানালেন যত দিন আমি আমার সামর্থ অনুযায়ী এই বিপদের দিনে দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করে যাবো। দমদম গোরা

বাজার এলাকায় সমাজ সেবক সৌমিক রাহার এই বিপদের দিনে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য এলাকায় সে যথেষ্ট সুনাম অর্জন করেন।