October 21, 2021

কলকাতায় ফুট অ্যাণ্ড অ্যাঙ্কেল ক্লিনিক পরিষেবা চালু করল অ্যাপেলো

সোমনাথ সাহাঃ

কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতাল চালু করল পূর্ব ভারতের প্রথম, সবচেয়ে আধুনিক ও সর্বাঙ্গীন ফুট অ্যান্ড অ্যাঙ্কল ক্লিনিক। এটা চালু হল হাসপাতালের পরিকাঠামোর মধ্যেই। এদিন উপস্থিত ছিলেন এটিকের খেলোয়াড় এডু গার্সিয়া, রয় কৃষ্ণা ও প্রীতম কোটাল। এই বিষয়ে হাসপাতালের কনসালটান্ট অর্থোপেডিক সার্জন (ফুট ও অ্যাঙ্কল বিশেষজ্ঞ) ডাক্তার কুশল নাগ এই ক্লিনিকের বিষয়ে বলেন, পায়ের পাতা ও শরীরের নীচের দিকে অঙ্গের সব ধরনের অস্বাভাবিক অবস্থা, যেমন ডায়াবেটিক পায়ের পাতা, প্ল্যানটার ফ্যাসসিটিস, চ্যাপ্টা পা,

আর্থারাইটিস, এবং প্রতিদিনকার সমস্যা যেমন পায়ের আঙুলের নখ মোটা হয়ে যাওযা, নখে ফাঙ্গাস সংক্রমণ বা ভেতরে ঢুকে যাওয়া পায়ের নখ— সবকিছুরই চিকিৎসা হবে এই ক্লিনিকে। তিনি বলেন, ‘চ্যাপ্টা পায়ের পাতা, অত্যন্ত বেশি উঁচু তোরণের মতো পা ছাড়াও, আমরা আর একটা যে জটিল সমস্যা দেখতে পাচ্ছি তা হল ডায়াবেটিক পায়ের পাতা, যা থেকে পায়ের পাতায় ঘা হয়ে যায়। এসব রোগীর অপারেশন করতে হলে, যেসব হাসপাতালে টার্শিয়ারি কেয়ারের ব্যবস্থা রয়েছে, সেই ধরনের হাসাপাতালে অপারেশন করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসব ক্ষেত্রে যদি জটিলতা বাড়ে ও পায়ের পাতা বাদ দেওয়ার মতো অবস্থা হয়, তাহলে সেই হাসাপাতালের অন্যান্য বিভাগ তাতে নজর দিতে পারে।”ফু্ট অ্যান্ড অ্যাঙ্কল ক্লিনিকে যে সব পরিষেবা পাওয়া যাবে
পায়ের এই সব সমস্যার সঙ্গে সম্পর্কিত বিষয়ের পরীক্ষা ও চিকিৎসা। ডায়াবেটিস ও ভাস্কুলার ডিজিজ
সিস্টেমেটিক অ্যার্থোপ্যাথিস এবং অন্যান্য ধরনের বাত এবং সংশ্লিষ্ট অবস্থা,বায়োমেকানিক্যাল ও মাসকিউলোস্কেলিটাল পরীক্ষা , নরম টিস্যুর সমস্যা যার মধ্যে পড়ে কড়া ও ছাল ওঠা।

Total Page Visits: 428 - Today Page Visits: 1