March 9, 2021

কলকাতা প্রেস ক্লাব হয়ে গেল “নিউজ বেঙ্গল অনলাইন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড”

নিউজ বেঙ্গল অনলাইন – শুভ

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে নিউজ বেঙ্গল অনলাইনের তরফে আয়োজন করা হয়েছিল এবছরের “নিউজ বেঙ্গল অনলাইন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড” যেখানে বিভিন্ন ক্ষেত্রের প্রায় পঁচিশজনকে সেরার সেরা স্বীকৃতি তুলে দেওয়া হয় । অনুষ্ঠানের প্রধান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য জ্ঞানপ্রকাশ

ঘোষের সুপুত্র সংগীত জগতের অন্যতম কিংবদন্তী শিল্পী পন্ডিত মল্লার ঘোষ। এবছর নিউজ বেঙ্গল অনলাইনের এই সম্মানে সম্মানিত করা হয় তরুণ

প্রজন্মের অভিনেতা এবং থিয়েটার জগতের অন্যতম গুড্ডু, মৌলিক বাংলা গানের অন্যতম তরুণ তুর্কি গায়ক, গীতিকার ও সুরকার শুভজিৎ দে, প্রযোজক শিউলি রামানি, নৃত্যশিল্পী নূপুর মুখার্জী,

সংগীতায়োজক ও সুরকার সংগীতশিল্পী প্রতীক কর্মকার, রেকর্ডিস্ট অভিজিত মন্ডল,বেস্ট হার্ভাল প্রডাক্ট বাণী হার্ভাল, অভিনেতা তুহিন মুখার্জী, আর্টিস্ট বিশ্ব ভট্টাচার্য্য, কলা-সংস্কৃতির পরিচালক মিষ্টি মিতালী, ছবি পরিচালক শুভাশীষ নন্দী, নৃত্যশিল্পী ও

অভিনেতা সৌমেন সাহা, সংগীতশিল্পী অনিতা কর, সংগীত শিল্পী মৌ দত্ত, কত্থক নৃত্যশিল্পী চিন্ময় পাল, মডেল আকাশ দাস এবং ক্ষুদে অভিনেত্রী শ্রীতমা দে কে ও সুবোধ মল্লিক । এবছরের বেস্ট ছোট ছবি হিসেবে সেরার সেরা স্বীকৃতি তুলে দেওয়া হয় “অন্তরালে” এর প্রযোজক যোগেন্দ্র নাথ বেরা এবং পরিচালক রাজকুমার দাসের হাতে। এছাড়াও একটি সংবাদ মাধ্যম হিসেবে বেশ কিছু গুণী সাংবাদিকের হাতেও তুলে দেওয়া হয় এই সম্মান। সম্মানিত করা হয় সাংবাদিক সপ্তর্ষি সিনহা, তরুন কুমার বিশ্বাস, দীপঙ্কর চৌধুরী, তুষার

পাটওয়ারি, মৃত্যুঞ্জয় রায়, বাবলি দাস, ইন্দ্রজিৎ মৈত্র, এবং চিত্র সাংবাদিক বিমল কর্মকারকেও । সবমিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল তারকাখচিত বর্ণময় এক অনুষ্ঠান। নিউজ বেঙ্গল অনলাইন ওয়েব মিডিয়ার তরফে এডিটর সোমনাথ সাহার কলমে “বিভিন্ন

ক্ষেত্রের এসকল গুণী ব্যক্তিত্বের হাতে সম্মান তুলে দিতে পেরে আদতে আমরাই গর্বিত। আমাদের এই প্রয়াসে সহযোগিতায় যাদের পেয়েছি তাদের সকলের প্রতি রইলো আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সমাজের দুঃস্থ শিশুদের নিয়ে নানা রকম পদক্ষেপে আমাদের

সুনীল সাহা সমাজ সেবা সংস্থার এগিয়ে চলার সাহস হিসেবেও সকলের পাশে থাকার অনুরোধ জানাই,

আরও নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছি অপেক্ষা কিছু সময়ের, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বেঙ্গল অনলাইন ডটকম, আমার বাংলা সবুজ বাংলা।

ছবি সৌজন্যে: সুরজিৎ সাহা ও ইন্দ্রজিৎ মৈত্র ।

Total Page Visits: 1085 - Today Page Visits: 2