কাশ্মীরি পন্ডিতদের উপত্যকা থেকে গণবিতাড়ন ঘটনা “শিকারা”-ছবির প্রিমিয়ারে কলকাতায় শিল্পী ও পরিচালক

রাজকুমার দাস – কলকাতা
গত সাত ই ফেব্রুয়ারি সারা ভারতের সাথে কলকাতায় মুক্তি পায় বিধুবিনোদ চোপড়ার নতুন বিতর্কিত সিনেমা “শিকারা”। তারই পরিপ্রেক্ষিতে আট ই ফেব্রুয়ারি কলকাতায় এক সিনেপ্লেক্সে দর্শক ও সাংবাদিক দের মুখোমুখি হতে হাজির হয়েছিল ছবির পরিচালক সহ মুখ্য দুই নায়ক আদিল খান ও নায়িকা সাদিয়া খান।দুজনেই নবাগত, বেশ ভালো অভিনয়

করেছেন।”শিকারা”-হলো জীবনের দুর্গম প্রতিকূলতার মধ্যে ও অজেয়কে জয় করার এক মর্মস্পর্শী কাহিনী।কাশ্মীর পন্ডিতদের উপত্যকা থেকে গনবিতাড়ন এর ঘটনা কে কেন্দ্র করেই গল্প এগিয়েছে।টানা ত্রিশ বছর নির্বাসনে থাকা দুটি হৃদয়ের ভালোবাসার ক্লাসিক গল্প বলা হয়েছে।জীবনের চরমতম মুহূর্তের মধ্যে দাঁড়িয়েও কালজয়ী ভালোবাসার কাহিনী তুলে ধরেছেন পরিচালক। এদিন উপস্থিত কলাকুশলী রা সরাসরি দর্শক ও সাংবাদিকদের সাথে কথা বলে নিজেদের মতামত জানান।