December 2, 2021

কোভিড বিধি মেনেই সরকার বাড়িতে আরাধনা করা হল জগৎজননী মা জগদ্ধাত্রীর

নিজস্ব প্রতিনিধি –

ছোট থেকেই পুজোর সাথে যুক্ত ছিলাম কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া বা পুজো সংক্রান্ত অন্যান্য কাজ কোনো দিনই করতাম না, তা বলে ঠাকুর দেবতা মানতাম না সেটা কখনোই না, ভক্তি শ্রদ্ধা যা ছিল সেটা মনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো. আর বর্তমানে আপৎকালীন সংস্থায় যুক্ত থাকার দরুন সামাজিক কোনো অনুষ্ঠানেই সেভাবে থাকা হয়না, আর জগদ্ধাত্রী পুজো…..না কোনো কালেই মাথায় আসেনি উল্টে দাদা র মাথায় ছিল যদি কোনো দিন কালী পুজো আমরা

করতে পারি,কিন্তু ইচ্ছা টা মনের মধ্যে সুপ্তই ছিল। কিন্তু সব কিছু ওলোট পালট হয়ে গেলো ২০১৯ সালের ১লা নভেম্বর রাতে, এমন কিছু ঘটনা আমাদের জীবনে কখনো কখনো ঘটে যায় যা কিনা বর্ণনা করা যায়না. আর সেই ঘটনা মুহূর্তের মধ্যে ওলট পালট করে দেয় আমাদের জীবনের সব হিসেব নিকেশ যেটা আমাদের ক্ষেত্রেও হলো….শুরু হলো সরকার বাড়ির ইতিহাসের এক নতুন অধ্যায় .জগৎজননী মা

জগদ্ধাত্রীর আরাধনা …২০২০ সালে করোনা পরিস্থিতিতে সবকিছু নিয়ম মেনেই মায়ের আরাধনা করা হয়েছিল…আর এই বছর একটু নতুন আঙ্গিকে মা কে আরাধনা করেছি আমরা। মা কে পল্লীপ্রাঙ্গনে পূজিত করা হয়েছে শুভজিৎ সরকার (মনটা), মহুয়া ওঝা ও শর্মিষ্ঠা সরকার এর তত্ত্বাবধানে এবারের মাতৃ মন্দির গড়ে উঠেছে, যেখানে বাউল গানের আখড়া গড়ে উঠেছিল, এছাড়া ধুনুচি নাচের আসর ও বসেছিল.মায়ের রূপদান করেছেন সনাতন পাল (খোকা)

কুমারটুলি। এই বছর সরকার বাড়ির পুজো সেরার সেরা বাড়ির পুজো তে ভূষিত হয়েছে নিউজ বেঙ্গল অনলাইন দ্বারা এবং অগণিত মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে, আমরা আপ্লুত এই জন্য আগামী বছর মায়ের অপেক্ষায় এখন থেকেই দিন গোনা শুরু করে দিলাম। এ সকল কথা একান্ত ভাবে আমাদের প্রতিনিধিকে জানালেন সরকার বাড়ির পুজোর প্রধান সদস্য শ্রী সৌমিক সরকার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌর্য সরকার, সোহান সরকার, এংকার প্রিয়া শীল, শর্মিষ্ঠা সরকার, তনুশ্রী সরকার, শিল্পী মহুয়া মাইতি সহ অন্যান্য অতিথিরা। 

ছবি – রণেশ বিশ্বাস। 

Total Page Visits: 154 - Today Page Visits: 6