October 26, 2021

গঙ্গাসাগরের রুদ্রনগর এ আম ফানে দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশ্ব রঞ্জন চৌধুরী ও কয়েক জন সমাজ সেবক

দীপক ঘোষ – গঙ্গা সাগর

গত ১০ই জুলাই গঙ্গাসাগরের রুদ্রনগর অঞ্চলে আম ফানের দুর্গতদের বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরি ব্যবস্থাপনায় ও কয়েকজন ব্যক্তির প্রচেষ্টায় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন। সেদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের বিধায়ক শ্রী বঙ্কিম হাজরা, টালিগঞ্জ বৌদ্ধ ধর্ম সোসাইটির প্রধান মহারাজ ডক্টর অরুন জ্যোতি ভিক্ষুক, রুদ্রনগর স্কুলের শিক্ষক শ্রী অঞ্জন কুমার মন্ডল, বাঙুর এভিনিউর শ্রী বিশ্বরঞ্জন চৌধুরী,

ও বাঙ্গুর অঞ্চলের কয়েকজন ব্যক্তি। সেদিন মোট ১৫০ জন দুর্গতদের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ও সেদিন টালিগঞ্জ বৌদ্ধধর্ম সোসাইটি ও অ্যান্টি ক্রাইম জাস্টিস ফোরামের পক্ষ থেকে আমফানে দুর্গতদের ও স্কুলের জন্য কিছু অর্থ টালিগঞ্জ বৌদ্ধধর্ম সোসাইটির প্রধান মহারাজ ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষুক স্কুলের শিক্ষক শ্রী অঞ্জন কুমার মন্ডল এর হাতে তুলে দিলেন। আম্ ফানের তাণ্ডবে প্রচুর ক্ষতি হয় গাছপালার ও। সেই গাছপালার

উদ্দেশ্যে এরই পাশাপাশি তারা ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানের ও আয়োজন করে। সেদিন যারা বৃক্ষরোপণ কর্মসূচিতে নিজেদের হাতে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তারা হলেন বিধায়ক বঙ্কিম হাজরা, টালিগঞ্জ বৌদ্ধধর্ম সোসাইটির প্রধান মহারাজ ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষুক, বাঙুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরী, ও বাঙ্গুরের কয়েকজন ব্যক্তি। টালিগঞ্জ বৌদ্ধধর্ম সোসাইটির প্রধান মহারাজ ডক্টর অরুন জ্যোতি ভিক্ষুক আম ফানে ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গতদের করুন অবস্থা দেখে তিনি আশঙ্কা দেন আরো একবার আসবেন। বিশ্বরঞ্জন বাবু

জানালেন আমরা এবারে মোট ১১ টি জায়গায় আম ফানে দুর্গত এলাকায় সুন্দরবন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ পর্যন্ত আমরা সাহায্য করে এসেছি। আগামী সপ্তাহে পাথরপ্রতিমার বিবেকানন্দ অনাথ আশ্রমে দুঃস্থ বাচ্চাদেরকে সাহায্য করতে যাব, গঙ্গা সাগরের রুদ্রনগরে আম ফানে দুর্গতদের এইবার নিয়ে দু-দুবার শুকনো খাদ্য সামগ্রী দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিলি করার জন্য রুদ্রনগর অঞ্চলে যথেষ্ট সুনাম অর্জন করেন বাঙ্গুর এভিনিউর বিশ্বরঞ্জন চৌধুরী ও তার সঙ্গীরা।

Total Page Visits: 351 - Today Page Visits: 1