October 27, 2021

গঙ্গাসাগর এ দুঃস্থ মানুষ দের এর পাশে ভারত সেবাশ্রম

প্রল্লাদ পাড়ুয়া – গঙ্গাসাগর দক্ষিণ ২৪ পরগনা

ভারত সেবা শ্রম সংঘের গঙ্গা সাগর শাখার সংঘের নিমাই মহারাজ গতকাল কিছু দুস্ত পরিবার ও মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এবং মন্দিরে পাশে থাকা দুঃস্থ সাধু সন্তদের শুকনো খাবার সামগ্রী তুলে দেন

যেমন চাল, ডাল, আলু, তেল, সাবান ও বিস্কুট প্যাকেট ও কিছু গরিব মানুষ দের ও শীত বস্ত্র দান করেন প্রায় ৩০০ জন এর ও বেশি মানুষকে এই ত্রাণ সামগ্রিক তুলে দেওয়া হয়। গঙ্গাসাগর ভারত সেবাশ্রমের নিমাই মহারাজ বলেন যে সাগর মেলা আসছে ভারত সেবা শ্রম সংঘের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও আমরা

দুঃস্থ অসহায় ও সকল মানুষের পাশে সব সময়ই আছি। আজ আমরা প্রায় ৩০০ জন এর ও বেশি মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। মেলার সময় ও সব ধরনের করোনা বিধি মেনে আমরা এই ধরনের সমাজ সেবার কাজ চালিয়ে যাবো।

Total Page Visits: 291 - Today Page Visits: 2