গৌড়ীয় মিশন এর পক্ষ থেকে করোনায় রুটি-রুজি বন্ধ হওয়া মানুষদের খাদ্যশস্য বিতরণ শুরু করলো

নিজস্ব প্রতিনিধি –
দেশজুড়ে করোনার প্রভাব বাড়তে থাকায় লকডাউন এর ফলে আটকে পড়া মানুষদের বাগ বাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে বাগবাজারে ক্যাম্প করে এলাকাবাসীর মধ্যে চাল,ডাল আলু ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরনের কাজ শুরু করলো।
কলকাতা ছাড়াও মিশনের দিল্লী, মুম্বাই, নবদ্দীপ সহ বিভিন্ন কার্যালয়ের সামনে এলাকার মানুষদের এই

খাবারের প্যাকেট দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানলেন গৌড়ীয় মঠ ও মিশনের অধ্যক্ষ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ। তিনি বলেন, লকডাউনে আটকে পড়া অনেক মানুষেরই রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপদে পড়েছেন। তাই করোনার প্রভাব যতদিন না নিয়ন্ত্রনে আসে তারা এই সেবা কাজ চালিয়ে যাবেন। চাল, ডাল, আলু, সোয়াবিন সহ বিভিন্ন খাদ্যশস্য পেয়ে খুশি এলাকার মানুষ।