ঘরের মাঠে জামশেদপুরকে চূর্ণ করে সেমির পথে পা বাড়ালো লাল হলুদ

নিজস্ব প্রতিনিধি –
ডুরাণ্ডের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি এর অনূর্ধ্ব ১৮ দলকে নিজেদের ঘরের মাঠে হাফডজন গোলে হারিয়ে সেমির পথে পা বাড়ালো ইষ্টবেঙ্গল। প্রথমার্ধের মাত্র ১২ মিনিট খেললেন কোলাডো। এতেই এল জোড়া গোল। ৫ মিনিটের মাথাতেই বক্সের মধ্যে কোলাডোকে ফাউল করেন জামশেদপুরের গোলকিপার অমৃত গোপে। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি স্প্যানিশ তারকা। প্রথম গোলের হ্যাং ওভার কাটতে না কাটতেই এল দ্বিতীয় গোল। কোলাডোর লব থেকে। এরপরে আর ফিরে তাকাতে হয়নি। সারাক্ষণ চাপে রাখার খেলা খেলে গেল লাল-হলুদ ফুটবলাররা। মজা করে ময়দানি ফুটবলের এমবাপ্পে বলা হয় পিন্টু মাহাতোকে। সেই পিন্টুই দল বদলে ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করে ফেললেন ৩১ মিনিটে। জামশেদপুরের ডিফেন্ডারদের কাটিয়ে দর্শনীয় গোল এল তাঁর পা থেকে। ম্যাচের শেষদিকে, চার মিনিটের ব্যবধানে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে ব্যবধান বাড়ান বিদ্যাসাগর সিং। ম্যাচের অতিরিক্ত সময়ে ষষ্ঠ গোল বৈথাং হাওকিপের। বৃষ্টিস্নাত দুপুরে লেসলি ক্লাডিয়াস সরণীর লাল হলুদ গ্যালারি থেকে চিৎকার শোনা যাচ্ছিল পিন্টু মাহাতোর নাম। গত বছর মোহনবাগানের হয়ে খেলার পর এই মরশুমে ইষ্টবেঙ্গলে যোগ দেওয়া জঙ্গলমহলের তারকা ফুটবলার এদিনও মাঠ জুড়ে নিজের ছাপ রাখলেন।