চারা গাছ ও মাস্ক বিতরণ

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা
গরিফা জুভেনাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নৈহাটি শাখার সহযোগিতায় চারা গাছ ও মাস্ক বিতরণ এবং করোনা সংক্রমণ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় সংগঠনের প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বর্ষিয়ান চিকিৎসক ডাক্তার শ্যামল চন্দ্র বন্দোপাধ্যায, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য তথা উত্তর চব্বিশ জেলা বিজ্ঞান মঞ্চের সভাপতি সৌরভ চক্রবর্তী, নদীয়া জেলার নোডাল অফিসার পার্থসারথি রায়, লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান অঞ্জন মল্লিক, নৈহাটি পৌরসভার চেয়ারপারসন অশোক চট্টোপাধ্যায়, স্বাস্থ্য সচিব সনত দে ও

এসোসিয়েশনের সম্পাদক সমর সরকার, সভাপতি সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য , বিজ্ঞান মঞ্চের নৈহাটি শাখার সম্পাদক দীপঙ্কর মুখার্জী , বিজ্ঞান মঞ্চের জোনাল চেয়ারম্যান সঞ্জীব দাস সহ অন্যান্য ব্যক্তিত্ব। পরিবেশবিদ সৌরভ চক্রবর্তী ও ডাক্তার শ্যামল চন্দ্র বন্দোপাধ্যায় এবং ডাক্তার পার্থ সারথি রায় করোনা সংক্রমণ ও মাস্ক পরিধান সম্পর্কে এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে

ভাবগম্ভীর আলোচনা করেন। আলোচনা করেন পুরসভার চেয়ারপারসন অশোক চট্টোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব সনত দেও। সবশেষে, করোনা থেকে আগে থেকেই রক্ষা পেতে সকাল বেলা খালি পেটে কাঁচা হলুদ ও নিমপাতা একসঙ্গে বেটে খাবার পরামর্শ দেন বর্ষিয়ান ডাক্তার শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিজ্ঞান মঞ্চের জোনাল চেয়ারম্যান সঞ্জীব দাস।