চারিদিকে করোনার আবহ ও লক ডাউনের মধ্যে দুস্থদের পাশে সাহায্য করতে এগিয়ে এলেন বাঙ্গুরের বিশ্বরঞ্জন চৌধুরী

দীপক ঘোষ – বাঙ্গুর
রাজ্যে চলছে চারিদিকে করোনার ত্রাস। এমনকি এই ভাইরাস বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। তারই মধ্যে দুঃস্থ দের লকডাউন এর প্রথম ধাপ থেকে সাহায্য করে চলেছেন বাঙ্গুরের বাসিন্দা বিশ্বরঞ্জন চৌধুরী ও কয়েকজন ব্যক্তি। নিউ টাউন থানা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ সুন্দরবন বাসন্তী গঙ্গাসাগরের রুদ্রনগরে ও বিভিন্ন অনাথ আশ্রমে তিনি করোনার আবহে ও লকডাউন এ প্রথম ধাপ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করে

চলেছেন। বাসন্তীর মহেশপুর গ্রামে রাখাল চন্দ্র অনাথ আশ্রমে ও বাচ্চাদের কিছু শুকনো খাদ্য সামগ্রী দিয়ে এই বিপদের দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। কিছুদিনআগে আমফানের তাণ্ডবে গোটা বাংলা হয়েছিল ক্ষতবিক্ষত। তারই মধ্যে সুন্দরবনের বিধ্বস্ত অঞ্চলে শুকনো খাদ্য সামগ্রী দিয়ে দুস্থ ও অসহায়

মানুষদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আম ফানের ঝড়ে গঙ্গাসাগরের রুদ্রনগর এর মত বিধ্বস্ত অঞ্চলে দু দুবার তিনি তাদের মধ্যে সাহায্য করে চলেছেন। তাই আবার আগামী ৯ই আগস্ট গঙ্গাসাগরের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্ম বিতরণ ও এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীদের কে

সংবর্ধনা দেওয়া হবে। বাঙ্গুরের বাসিন্দা বিশ্বরঞ্জন চৌধুরীর সামাজিক কাজকর্ম এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়।